স্বাস্থ্যসেবা ও পর্যটন ব্যবস্থার উন্নয়নে রাসিক মেয়রের সাথে প্যানেল এক্সপি লিমিটেডের বৈঠক

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: মহানগরবাসীর স্বাস্থ্যসেবা ও পর্যটন ব্যবস্থার উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্যানেল এক্সপি লিমিটেড। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়র মহোদয়ের দপ্তরকক্ষে প্যানেল এক্সপি লিমিটেডের একটি প্রতিনিধি দল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় প্রতিনিধি দলটি তাদের সার্বিক কার্যক্রম বিষয় উপস্থাপন করে নগরবাসীর স্বাস্থ্যসেবা ও পর্যটন ব্যবস্থার উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করার বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। এ সময় প্যানেল এক্সপি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আসিফ জাহান, ইভিপি মোঃ রাকিবুদ্দিন, স্ট্যাটেটিজিস্ট মোঃ সাদাব, পিআর এন্ড কমিউনিকেশন তানিয়া পারভীন, খুলনা বিশ^বিদ্যালয়ে ট্যুরিজম এক্সপার্ট মোঃ ওয়াসিউল ইসলাম, ম্যানেজার মোঃ সাদিক, এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজর মোঃ আশরাফুল হক উপস্থিত ছিলেন।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *