রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যান সভা ও সম্মাননা প্রদান

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী আরএমপির মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আরএমপি সদর দপ্তরে কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম পিপিএম। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়।

আরএমপি কমিশনার সভার শুরুতেই পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন। পরবর্তীতে রাজশাহী মহানগরীর অপরাধ বিষয়ক বিবিধ আলোচনা শেষে অপরাধ সভায় পুলিশ কমিশনার চলমান মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার ও গ্যাং কালচার/কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি এবং জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার দিক নির্দেশ প্রদান করেন।

সেই সাথে নগরবাসীকে ট্রাফিক আইন মানানোর ক্ষেত্রে ট্রাফিক বিভাগকে ট্রাফিক বিষয়ক সচেতনতা বাড়ানোর পরামর্শ প্রদান করেন। মহানগরীকে মাদক সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালাম বেগম, পিপিএম-সেবা, উপ-কমিশনার (সদর) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

অপর দিকে, আরএমপি পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম । অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। কল্যাণ সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ফোর্সের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে চিকিৎসা ব্যয় বিল কল্যাণ তহবিল থেকে ব্যয় মঞ্জুরি প্রদান করেন।

কনস্টবল হতে উর্ধ্বতন প্রত্যেকের আবেদন নিবেদন শোনেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয়ে তাঁর বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশণা প্রদান করেন। কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালাম বেগম, পিপিএম-সেবা, উপ-কমিশনার (সদর) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *