স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: দুই কোটি ৪০ লাখ ১৩ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. ফজলুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেছেন।

আসামির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি করা হয়েছে বলে দুদক জনসংযোগ সূত্র জানায়।

জানা গেছে, আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় দুদক হতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। আসামী ২০১৯ সালের ৩০ জুন তার নামীয় সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল করেন। দাখিল করা সম্পদ বিবরণী অনুসন্ধানকালে মো. ফজলুল হকের মোট দুই কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৩০১ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী বাবদ ৫ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ সর্বমোট দুই কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৩০১ টাকার মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের রেকর্ড পাওয়া যায়।

অন্যদিকে তার দায় রয়েছে ৩৫ লাখ ৯২ হাজার ৫১ টাকা। দায় বাদে তার নীট সম্পদের মূল্য দুই কোটি তিন হাজার ২৫০ টাকা। এজাহার সূত্রে জানা গেছে, দুই কোটি ৪০ লাখ ১৩ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জনের স্বপক্ষে আয়ের বৈধ কোন প্রমাণ তিনি দেখাতে পারেননি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *