পদ্মায় বেড়েছে পানির চাপ !

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : পানি বাড়লেই বাড়ে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের আতঙ্ক । সর্বনাশা পদ্মা নদীতে পানির চাপ বেড়েছে। সেই সাথে পানি ‍উন্নয়ন বোর্ড জানাচ্ছেন বিপদ সীমা অতিক্রম হয়নি এখনো।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, এ বছরের বর্ষায় নদীর পানির চাপ বেশি হয়ে বিপদসীমা ছুঁই ছুঁই হলেও বিপদসীমা অতিক্রম করেনি। সেই সাথে নদীর পানির চাপে তেমন ক্ষয়-ক্ষতিও হয়নি। যেসব জায়গায় কিছুটা ক্ষতি হয়েছে সেসব স্থানগুলাতে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করেছি।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে এই বছরে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হয়।

পদ্মা পাড়ে ঘুরতে আসা পর্যটকরা জানান, নদীর পাড়ে তিনি প্রায়ই বেড়াতে আসেন। তবে এই বছরে ভরা বর্ষার সময় এসে তিনি দেখতে পান যে, গত বছরের মত এবছর পানি তেমন বৃদ্ধি পায়নি।

তবে নদী জেগে উঠলেও সেটি ভয়ংকর রুপ নেয়নি। প্রতি বছর নদীর ভয়ংকর রুপের কারণে টি বাঁধ বা পদ্মার অন্যান্য বাঁধের পাড়গুলো জনসাধারণের নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হলেও। এই বছর সেটা হয়নি।

স্থানীয় এক ব্যবসায়ী ও বাসিন্দা বলেন,গত বছরের মত এই বছরে তেমন বৃষ্টি হয়নি তাই নদী আগের মত ভয়ংকর রুপ ধারণ করেনি।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *