বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় যমুনা ব্যাংক লিমিটেড এর ডিজিটাল ব্যাংকিং স্পীড সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বাঘা বঙ্গবন্ধু চত্বর এলাকায় এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একে এম মোশাররফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, ডিরেক্টর মো. ইসমাইল হোসেন সিরাজী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিকুল আলম, জোনাল হেড ও রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. মনজুরুল আহসান শাহ, নাটোর শাখার ম্যানেজার, মো. মিজানুর রহমান, বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন, বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক।
পরে চারঘাটে যমুনা ব্যাংকের ১২৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে র্পনাঙ্গ বাঘায় যমুনা ব্যাংকের শাখা খোলার ব্যবস্থা করা হবে বলে উপস্থিত ব্যবসায়ীদের আস্তত্ত করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একে এম মোশাররফ হোসাইন।