রাজশোহীতে অটো চলছে তবে, ড্রাইভারদের ভয় কাটেনি 

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার :  ঘোষনা ছাড়াই গত রবিবার থেকে অটোচালকদের ধর্মঘট ও ভাড়া বৃদ্ধির চক্রের শিকার হয়ে অটোসংকটের ভোগান্তিতে পড়েন রাজশাহী নগরীর সাধারণ মানুষেরা। এই ধর্মঘট অনেকটাই  অপ্রীতিকর ঘটনা । অটো চলছে তবে, ড্রাইভারদের ভয় কাটেনি । হাতে গোনা কয়েকজন অটো চালক বের হয়নি বলে জানিয়েছেন সমিতির সভাপতি ও ড্রাইভাররা।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টায় অটো মালিক ও ড্রাইভাররা জানিয়েছেন, কে বা কারা এই মানববন্ধন করলো জানা নাই। তবে, ভাড়া বৃদ্ধির প্রয়োজন। অতিশীঘ্রই এটা নিয়ে ১৬ জন মেয়রের সাথে কথা বলবেন। অটো চলাচল চালু থাকবে।

ইজি বাইক শ্রমিক চালক সমিতির সভাপতি মফিজ উদ্দিন জানান, দুই দিন আগে একদল লোক এসে বলে যায় ভাড়া বৃদ্ধির দাবিতে রবিবার অটো বন্ধ থাকবে। মানববন্ধন ও বিক্ষোভ হবে। তবে, ধারণা করছেন কাশিয়াডাঙ্গা, বিনোদপুর ও নওদাপাড়ার মালিক ও ড্রাইভাররা এই মানব বন্ধন ও বিক্ষোভ করেছেন। অতিশীঘ্রই এটা নিয়ে ১৬ জন মেয়রের সাথে কথা বলবেন। অটো চলাচল চালু থাকবে বলে জানতে পেরেছেন।

তিনি আরও জানান, অটো গত রবিবার ধর্মঘটের কারণে বন্ধ ছিল। যখন তারা বুঝতে পারেন কাউকে কিছু না জানিয়ে এই ধর্মঘট করা হয়েছে। তখন, থেকেই সবাই অটো নিয়ে বের হয়েছেন।

সেলিম নামের একজন ড্রাইভার বলেন, আজ কোন অটো বন্ধ থাকবে না। তবে, অনেকেই গতকালের গুজবে অনেকটা ভয়ে আছে। তাদের ভয় এখনও কাটেনি তাই বের হয়নি।

অটো রিকশা ম্যানেজমেন্ট সিস্টেম কমিটির সভাপতি শরিফুল ইসলাম বাবু জানান, এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।  হঠাৎ করেই গতকাল  এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাদের কোনো ফর্মাল নেতৃত্ব বা সংগঠন নেই। এটা একটা চক্রান্তও হতে পারে।

তবে, নগর সড়কে উত্তাপ সৃষ্টি করার অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্ব.বা/ম

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *