‘মানুষের কল্যাণে দিন-রাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী’

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে দেশের মানুষের কল্যাণ বয়ে আনছেন। দেশ সেবায় প্রধানমন্ত্রীর ঐকান্তিক অবদানে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২৪তম জাতীয় সম্মেলন ও ৪০তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিছু বিষয়ে আপত্তি রয়েছে। সেসব সমস্যার বিষয়ে আমরা অবগত রয়েছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সেসব সমস্যার সমাধান হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

১২টি কর্মঅধিবেশনে বিভক্ত সম্মেলনে ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় কাকরাইলে আইডিইবি ভবনে ‘জাতীয় সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আইডিইবি ভবনে ‘একবিংশ শতকের দক্ষতা চ্যালেঞ্জ মোকাবিলায় মিডলেভেল ম্যানেজার উন্নয়ন পরিকল্পনা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক টেকনিক্যাল সেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি, ৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় আইডিইবি ভবনে এটুআই ও আইডিইবির যৌথ উদ্যোগে ‘স্মার্ট ভিলেজ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তথ্য ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এসব সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অতিথি আলোচক ও পেপার উপস্থাপক হিসেবে অংশ নেবেন। তিনদিনের সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহ ছাড়াও মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেবেন।

৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *