যেসব প্রকল্প এখনই দরকার নেই সেগুলো বন্ধ রাখার নির্দেশ

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেসব প্রকল্প এখনই দরকার নেই সেগুলো বন্ধ রাখতে হবে। যেগুলো দরকার, সেগুলো দ্রæত শেষ করতে হবে। তাহলেই বিশ্ব মন্দার প্রভাব বাংলাদেশে পড়বে না।’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ইনষ্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর ২৪ তম জাতীয় সম্মেলন এবং ৪৩ তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও আমিরিকার নিষেধাজ্ঞা এবং রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি দেখা যাচ্ছে। তাই উৎপাদন বাড়াতে হবে। সমস্ত জায়গায় অপচয় বন্ধ করতে হবে। উৎপাদন বাড়াতে শহরের মানুষদের ছাদ বাগানে সবজি উৎপাদনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা দেশের উন্নয়ে ভূমিকা রাখে চলেছে। তবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যম বিপুল জনশক্তিকে এ চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্ত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *