বিসিএস লিখিত পরীক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কেন্দ্রে ৪৩তম বিসিএস-২০২০ এর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। শনিবার (৩ সেপ্টেম্বর) উল্লেখিত দিনগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে আরএমপি’র পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সর্বসাধারণের অবগতির জন্য আরএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের আগামী ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী কেন্দ্রে ৪৩তম বিসিএস-২০২০ এর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা চলাকালীন উল্লিখিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়ছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *