রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যকে সামসে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন হতে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে পুনরায় নগরভবনে এসে শেষ হয়। র‌্যালী শেষে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম আসাদুজ্জামান সুইট, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মসূচির মধ্যে আরো ছিল ২৭ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী বকেয়া হোল্ডিং ট্যাক্সের সারচার্জ মওকুফ, সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে ওভারহেডে এবং  সিন্ডবি চত্বরে সরকার ও সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র প্রদর্শনী ইত্যাদি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *