পা দিয়ে মাধ্যমিক পরিক্ষায় লিখলেন রাসেল

রাজশাহী লীড শিক্ষা

নাটোর প্রতিনিধি :  দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তবে স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নাটোর সিংড়ার প্রতিবন্ধী রাসেল মৃধা।

পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরিক্ষায় অংশ নিচ্ছেন অদম্য রাসেল।

প্রতিবন্ধী পরিক্ষার্থী রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। অভাব-অনটনের মাঝেও প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। তার উচ্চ শিক্ষার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। সে বিগত দিনে পিএসসি ও জেডিসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে মুগ্ধ হন । তিনি তার সাফল্র কামনা করেন।

রাসেলের বাবা আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরী করেও পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জল করবে।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোর্তারফ হোসেন বলেন, রাসেল মৃধা এবছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত পরিক্ষাগুলোতেও সে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো ফলাফল অর্জন করবে। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন অধ্যক্ষ।

রাসেল মৃধা তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *