রাজশাহী জেলা পরিয়ষদ নির্বাচনে সদস্য পদে স্বপন বিজয়ী

রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য-২ পদে তানোর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দলীয় সমর্থিত প্রার্থী উপজেলা সভাপতি মাইনুল ইসলাম স্বপন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে তানোর উপজেলাকে ২ নম্বর সাধারন ওয়ার্ড হিসেবে ধরা হয়েছিল। সোমবার সকাল ৮ টা থেকে টানা দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তে  শান্তিপুর্ন পরিবেশে ইভিএমে ভোট গ্রহন চলে।  এনির্বাচনে সাধারন সদস্য পদে বিজয়ী প্রার্থী ছাড়াও আরো তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
তারা হলেন মুন্ডুমালা পৌর আওয়ামীলীগ সভাপতি গোলাম মোস্তফা, তিনি হাতি প্রতীকে ভোট করে পরাজিত হন। তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর উজ্জল হোসেন ফ্যান প্রতীকে ২৩ টি ভোট পান। অপর জন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মৃদুল কুমার ঘোষ টিবওয়েল প্রতীকে মাত্র ১৬ ভোট পান।
সাত টি ইউনিয়ন ও দুটি পৌরসভা এবং উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা ভোটার। এউপজেলায় ১২০ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোট দেন।
তালা প্রতীকের সাধারন সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন ৫৬ ভোট পেয়ে  বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতী প্রতীকের প্রার্থী  গোলাম মোস্তফা ২৪ ভোট পান।
এদিকে জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থিত কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগরের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেনের কাপ পিরিচ ও আকতারুজ্জানে মোটরসাইকেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়ায়ে কাপ পিরিচ ৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *