ভদ্রভাবে না গেলে পালাতেও পারবেন না: রব

জাতীয় রাজনীতি লীড

স্বদেশ বাণী ডেস্ক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আজকে যদি ভদ্রভাবে আপনারা ক্ষমতা থেকে না যান তাহলে পালানোর সুযোগও পাবেন না। যাদের খুন করেছেন, গুম করেছেন, তাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পালাতেও দিবে না।’

তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করার মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটানো হবে। তার পর রাষ্ট্রসহ সবকিছু পুনর্গঠন করা হবে।

বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুর রব বলেছেন, ‘জনগণের মুক্তি হয় নাই, মানুষ স্বাধীনতা পায় নাই। সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আমরা শুধু ভৌগোলিক একটি স্বাধীন জায়গা পেয়েছি, কিন্তু জনগণের মুক্তি হয় নাই।’

সরকার অর্থনৈতিকভাবে অচল হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের এই অবৈধ সরকার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। তিন মাস পরে চাল কিনতে পারবেন না। আমি ২১ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বলেছিলাম, ভিয়েতনাম ও রাশিয়া থেকে চাল কিনেন। জনগণকে খাদ্য নিরাপত্তা দেন। এরপর টাকা দিলেও খাদ্য কিনতে পাওয়া যাবে না। এরকম ৭৪ সালের দুর্ভিক্ষের সময় টাকা দিয়েও খাদ্য পাওয়া যায় নাই।’

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপনারা বঙ্গবন্ধুকে সম্মান করেন, সবাই করে, আমিও করি। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলার। উনি তার শাসনকালে কী কী করেছেন সে কথা বলছি না, কিন্তু তার কন্যার শাসন আমলে সেই সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে।

আমরা সবাই জানি বাংলাদেশের অর্থনীতির অবস্থা। রিজার্ভ নেই, আমদানি করার টাকা নেই, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিস কেনার মতো অর্থ মানুষের কাছে নাই। দুঃখের কথা শোনার মতো মানুষ নেই। বলবার জায়গা নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *