বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দুড়দুড়ি ফুটবল দল

খেলাধুলা রাজশাহী

বাঘা প্রতিনিধি: বাঘা স্পোর্টস একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে’২১ এর ফাইনাল খেলায় সরদহ ফুটবল দলকে পরাজিত করে ১-০ গোলে বিজয়ী হয়েছে দুড়দুড়ি ফুটবল দল। খেলার প্রথমার্ধে ১ গোল করে দুড়দুড়ি ফুটবল দল। শুক্রবার(১১-১১-২০২২) বিকাল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে’২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কৌশল ভঙ্গিতে খেলা দেখিয়ে ফুটবল প্রেমী হাজারো দর্শককে মাতিয়ে রাখেন দু’দলের খেলোয়াড়রা। বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ভোরের ডাক সোনালী অতীত ফুটবল দলের সংগঠক জাফর ইকবালের সার্বিক তত্ববধানে ও বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামন্ট’২১ কমিটির সভাপতি বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সভাপতিত্বে খেলা শেষে উভয় দলের অধিনায়কের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন,বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, বাঘা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল লতিফ মালিথা,বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিলটন, বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক,লিটন গ্রপের আঞ্চলিক অফিসার শরিফুল ইসলাম, সাবেক খেলোয়াড় নূরল হক সরকার প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন মমিনুল ইসলাম হিটলার। সহকারি পরিচালক হিসেবে ছিলেন,আবুল ফজল ও সাহাবুল ইসলাম । খেলার ধারা বিবরনীতে ছিলেন,ধারাভাষ্যকার শরিফুল ইসলাম, বিপ্লব কুমার রায় ও আবদুল হানিফ মিঞা।

লিটন গ্রæপের পক্ষ থেকে ধারাভাষ্যকার এই ৩জনের প্রত্যেককে ১টি করে ছাতা এবং ক্রীড়া সংগঠক হিসেবে জাফর ইকবালকে ডিনার সেট উপহার দেওয়া হয় ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *