বাজেট ঘোষণা করল শ্রীলঙ্কা, নির্দেশনায় আইএমএফ

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা অবশেষে তাদের বাৎসরিক জাতীয় বাজেট ঘোষণা করেছে। সোমবার দেশটির পার্লামেন্টে ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

চলতি বছরের ২০ জুলাই দেশের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তার মেয়াদের প্রথম বাজেট। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও তার হাতেই আছে।

বাজেট ঘোষণার শুরুতে বিক্রমাসিংহে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শ্রীলঙ্কার অর্থনীতিকে স্থিতিশীল দেখতে আগ্রহী। এ কারণে আইএমএফের নির্দেশনার ভিত্তিতেই প্রণয়ন করা হয়েছে এই বাজেট।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘোষিত বাজেটে ২০২২-২৩ অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৮ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ।

আগামী ২০২৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে শ্রীলঙ্কায় ৩০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য নিয়েছে বিক্রমাসিংহের নেতৃত্বাধীন সরকার।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *