বাংলাদেশে মেট্রোরেলের যাত্রায় যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে বুধবার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো চালু হয়েছে মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় এ সেবার উদ্বোধন করেন।

মেট্রোর যুগে প্রবেশ করার পর বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশকে অভিনন্দন ঢাকায় নিজেদের ইতিহাসে প্রথম মেট্রো যোগাযোগ চালু করায়। আমরা মরিয়ম আফিজাসহ মেট্রোরেলের ছয় নারী পরিচালককে বিশেষ ধন্যবাদ দিতে চাই।’

এদিকে বাংলাাদেশের মেট্রো সেবা চালুর বিষয়টি নিয়ে বুধবার খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লমবার্গ। সংবাদমাধ্যমটি খবরের শিরোনামে লিখেছে, ‘বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেলো প্রথম মেট্রোরেল’।

তারা প্রতিবেদনে তুলে ধরেছে, জাপান সরকারের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকার মতো শহরে মেট্রোরেলের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।

এদিকে মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা শহরের যানজট থেকে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলাচলকারী যাত্রীদের এখন আর ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় জ্যামে আটকে থাকতে হবে না।
স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *