নাটোরে বিএনপি অফিসের সামনে হাতবোমা বিস্ফোরণ; দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ!

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে সাতটায় বিএনপির আলাইপুর কার্যালয়ের সামনে একদল যুবক কার্যালয়কে লক্ষ্য করে পাঁচটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এসময় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিএনপির কর্মসূচী ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলের নেতারা অভিযোগ করেছেন। অন্যদিকে বিএনপি নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে বলে পাল্টা অভিযোগ আওয়ামী লীগের।
জেলা বিএনপির সদস্য সচিব রহিম ন্ওেয়াজ অভিযোগ করেন, শান্তি সমাবেশের নামে দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেয়ার জন্যই আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে। তারা জেলা বিএনপি অফিসের সামনে ৫ টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। সম্প্রতি সরকারের পদত্যাগসহ নানা দাবীতে রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। আমরা আশঙ্কা করছি নাটোরের কর্মসূচি পন্ড করতে আজ এ ধরনের ঘটনা ঘটাতে পারে তারা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সাংবাদিকদের বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই তারা নিজেরাই এ বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে। আমাদের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, শহরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *