তানোরে জাতীয় বীমা দিবস উদযাপন 

রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েেছে। “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়।
জাতীয় বীমা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) ইউএনও জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ,বিএমডিএ কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ,জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম প্রমূখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীগণ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *