মালয়েশিয়ায় রাতভর অভিযানে ২৫২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক লীড

স্বদেশ বাণী ডেস্ক: রাজধানী কুয়ালালামপুরে চেরাসের তামান কনট এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৪২৫ বিদেশি নাগরিককে আটক করা হয়।

রাজধানী কুয়ালালামপুরে চেরাসের তামান কনট এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৪২৫ বিদেশি নাগরিককে আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২২৫ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে চেরাসের তামান কনট এলাকার তিনটি ভবনে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ৮ থেকে ৫৪ বছর।

কুয়ালালামপুর–ভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ৬০০ ব্যক্তির দেশটিতে অবস্থানের কাগজপত্র পরীক্ষা করেন ইমিগ্রেশন বিভাগের ৮০ জন কর্মকর্তা। বৈধ কাগজপত্র না থাকায় ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ২৫২ জন বাংলাদেশের, ১০৮ জন মিয়ানমারের, ৩০ জন ইন্দোনেশিয়ার, ২০ জন নেপালের, পাকিস্তানের ৭ জন, কম্বোডিয়ার ৬ জন ও ফিলিপাইনের ২ জন নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান, পারমিটের অপব্যবহার ও বিভিন্ন অপরাধের কারণে তাঁদের আটক করা হয়েছে।

যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয় ও রক্ষা করে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে আজ শনিবার বলেন, ‘মালয়েশিয়ার সরকার আটক ব্যক্তিদের বিষয়ে সাধারণত হাইকমিশনকে জানিয়ে থাকে। যে ২২৫ ব্যক্তিকে বাংলাদেশি বলা হচ্ছে, নাগরিকত্ব যাচাইয়ে তাঁরা বাংলাদেশের নাগরিক প্রমাণিত হলে হাইকমিশন তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।’

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *