মান্দার পাকুড়িয়ায় ১২৮ শহীদ স্মরণে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজশাহী
মোঃ রওশন আলম নওগাঁ: নওগাঁর মান্দায় ১৯৭১ সালের ২৮ আগস্ট ১২৮ জন শহীদ স্মরণে মিলাদ মাহ্ফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ আগস্ট) সোমাবার উপজেলা পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হল রুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষাক মোঃ আব্দুল লতিফ শেখ এর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জসিম উদদীন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রাধন অতিথি উপস্থিত ছিলেন-
জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব, মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক (এমপি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এমদাদুল হক,
উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান (মকে), সাবেক উপজেলা চেয়ারম্যান  ডাঃ ইকরামুল বারী টিপু, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।
উল্লেখ্য, দিনটি ছিল একাত্তরের ২৮ আগস্ট। বাংলা ১১ ভাদ্র শরিবার। কাক ডাকা ভোর। এদিন নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া ও বিলউথরাইল গ্রামের নিরিহ মানুষকে রাজাকারদের সহায়তায় অস্ত্রের মুখে জিম্মি করে ধরে আনেন পাকহানাদার বাহিনী। তাঁদের জড়ো করা হয়েছিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে।
এরপর লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যার করা হয়। এ হত্যাযজ্ঞে শহীদ হন ১২৮ জন মুক্তিকামি মানুষ। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান ১৭ জন। সেই থেকে শহীদদের স্মরণে দিবসটি পালিত হয়ে আসছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *