বাগাতিপাড়ায় দিনব্যাপী সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

রাজশাহী

ফজলুর রহমান,বাগাতিপাড়া(নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় সমবায় সমিতির আওতায় ২৫ জন সদস্যের নিয়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নাটোর জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় ও উপজেলা কার্যালয়ের আয়োজনে বড়াল সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ।

উপজেলা সমবায় অফিসার জামান ইবনে ফয়জুল কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন।

এসময় প্রশিক্ষণার্থীরা তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহন করেন ও সমবায় সমিতিকে আগামী দিনের জন্য বেগবান করার দিপ্ত শপথ গ্রহণ করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *