বাঘায় বরেণ্য ব্যক্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাজশাহী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ‘এসো আলোকিত জীবন গড়ি, মানবতার মুখে ফোটায় হাসি’-শ্লোগানে ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’কর্তৃক বরেন্য ব্যক্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৭-১০-২০২৩) বিকেলে বাঘা উপজেলার আব্দুল গনি মহাবিদ্যালয় মাঠে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পরবর্তী সন্ধ্যায় বক্তব্যকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, রবীন্দ্র নাথ দত্ত বলেন, তাদের সন্মানিত করার কারণে আমরাও সন্মানিত হলাম। তাদের শ্রদ্ধা দেওয়ার কারনে আমরাও শ্রদ্ধানিত হলাম। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। এধরনের সংগঠন যদি প্রতিটি উপজেলায় থাকে তাহলে মানুষ উপকৃত হবে। যাদের রাজনৈতিক অভিলাস নেই, মানুষের কল্যান যাদের ব্রত। তাহলে মানুষের এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে।

রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ, হবিবুর রহমান বলেন, আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন এধরনের কাজ করতে পারিনি। এখনকার শিক্ষার্থীদের বলছি এরা গেছে,মানবতা নেই। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেরা অবদান রাখছে। মানবিক মূল্যবোধকে জাগিয়ে তুলছে। তাদের স্যালুট জানাই।

প্রতিষ্ঠানটির সভাপতি মহিদুল ইসলাম (শিমুল) এর সভাপতিত্বে ও সহ সভাপতি রুবেল আহমেদের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,লেঃ কর্নেল(অবঃ) রমজান আলী সরকার, রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান,জেলা প্রাণি সম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম বাবু, সংগঠনটির প্রতিষ্ঠাতা মান্নান সরকার মুকুল,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)আনিসুর রহমান, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু), প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম,বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা প্রমুখ।

শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়-ঃ রবীন্দ্র নাথ দত্ত (যুগ্ম-সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), প্রফেসর মহা. হবিবুর রহমান (সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ), সাদা মনের মানুষ আলহাজ ডা. মোঃ শামসুদ্দিন সরকার, (প্রতিষ্ঠাতাঃ সরেরহাট শিশু কল্যাণ সদন),গুনী শিক্ষক- মজিবর রহমান (সাবেক প্রধান শিক্ষক দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়), আব্দুল কাদের মন্ডল (সাবেক প্রধান শিক্ষক দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়), আমিন উদ্দীন (সাবেক সহকারি শিক্ষক দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়), আলহাজ মোঃ আব্দুল হালিম মোল্লা, (সাবেক প্রধান শিক্ষক দাদপুর গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত – সাব্বির আহম্মেদ (রামকৃষ্ণপুর, লালপুর), বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে সুপারিশ প্রাপ্ত – আসমাউল হোসেন রাসেল (সরেরহাট), ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ ও সর্বোচ্চ নম্বর পেয়ে বাঘা কেন্দ্রে প্রথম স্থান অধিকারী – রাসেল আলী (আরাজি-চাঁদপুর),ড.আব্দুস সালাম (ভ্যারাসিটি সিডলিং কো অপারেটিভ সোসাইটি)।

এছাড়াও বাঘার ৬ জন ও লালপুরের ৫জন বিসিএস ক্যাডারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেলে চান্সপ্রাপ্ত ৩৭ জন সংবর্ধনা দেওয়া হয়েছে ।
উপস্থিত ছিলেন- মহির উদ্দীন, (জেলা প্রাণি সম্পদ অফিসার) এল এম আমিনুজ্জামান (উপ প্রকল্প পরিচালক,কৃষি মন্ত্রনালয়)বীর মুজিযোদ্ধা আব্দুর রাজার সরকার , দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ করিম টিপু, ঈসা-মায়িশা ক্রীড়া চক্রের পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ ।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠনটি বণ্যাদুর্গতদের জরুরি খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ, করোনাকালিন সময়ে মানুষের পাশে দাড়ানোসহ আর্তমানবতার সেবার কাজে নিয়োজিত থেকে সুৃবিধাবঞ্চিত পথশিশু, এতিমখানা, শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে। এ বছরের ফেব্রুয়ারি মাসে খেলাধুলার পাশাপাশি ‘পিঠা-পুলি’র আয়োজন করেছিল সংগঠনটি। এর ধারাবাহিকতায় বরেন্য ব্যক্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *