অবরোধ প্রতিরোধে মাঠে ছিল আওয়ামী লীগ

রাজশাহী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধের তৃতীয় দিনেও অবরোধ প্রতিরোধে শান্তি সমাবেশ,সড়কে মোটরসাইকেল মহড়া দিয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহসপতিবার (০২ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকায় মোটর সাইকেল শোডাউন করেছে উপজেলা যুবলীগ। এতে নের্তৃত্ব দেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম। জেলা যুবলীগের সহ-সভাপতি তসিকুল ইসলাম, বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক যুবাইদুল ইসলাম, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আবদুল হাকিম টুটুলসহ পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এর আগের দুই দিন- বঙ্গবন্ধু সৈনিকলীগ,স্বেচ্চাসেবকলীগ-ছাত্রলীগের নেতা কর্মীরা অবরোধ প্রতিরোধে মোটর সাইকেলে মহড়া দেন। রাজনৈতিক কার্যালয়ের সামনে শান্তি সমাবশে করে উপজেলা আ’লীগ ।

বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,স্বেচ্ছাসেবকলীগের উপজেলা কমিটির সভাপতি নাজমুল হক বলেন, জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে তারা মাঠে ছিলেন এবং আগামীতেও থাকবেন।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধের তৃতীয় দিন বৃহসপতিবারও রাজপথে দেখা যায়নি বিএনপি- জামায়াতে নেতাকর্মীদের। তবে দু’একটি স্থানে অবরোধ সমর্থনে বিছিন্ন ঘটনা ঘটিয়ে উধাও হয়ে গেছেন তারা।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল পুলিশ সার্বক্ষনিক সতর্ক অবস্থানে ছিল। উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শারমিন আখতার বলেন, তার নেতৃত্বে গঠিত টিম মাঠে কাজ করেছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *