পুনরায় নৌকার মাঝি হলেন ফারুক চৌধুরী, তানোরে আনন্দ মিছিল 

রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী) আসনে পুনরায় নৌকার মাঝি হলেন এমপি ওমর ফারুক চৌধুরী।রবিবার বিকেলের দিকে দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ২৯৮ আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে সকালের দিকে দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন।
এমপি ফারুক চৌধুরী কে পুনরায় মনোনায়ন দেয়ায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানোর উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, তানোর পৌর সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আ”লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু, বাধাইড় ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান ইউপি সভাপতি আতাউর রহমান, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি সভাপতি মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন,  কামারগাঁ দক্ষিণের সভাপতি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট,  কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা সহ আ”লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা জানান, তানোর গোদাগাড়ী তে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমপি ফারুক চৌধুরীকে পুনরায় নৌকার মাঝি করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক চৌধুরী বিগত ২০০৮ সাল থেকে তিনি সংসদ সদস্য হয়ে আছেন।  শিল্পপ্রতি মন্ত্রী  হিসেবে দায়িত্ব পালন করে নিজের যোগ্যতার প্রমান দেন বরেন্দ্র ভূমির পোড়া মাটির শহীদ পরিবারের সন্তান ফারুক চৌধুরী।  এর আগে ২০০১ সালে নৌকা প্রতীক পেয়ে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের সাথে হাড্ডাহাড্ডি লড়ায়ে সামান্য ভোটে পরাজিত হন ফারুক চৌধুরী। পরাজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েন নি তিনি। দুই উপজেলার প্রতিটি গ্রাম ও প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হন এই নেতা। যার ফলে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট নেতা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হককে পরাজিত করে প্রথমবারের মত তানোরের কৃতি সন্তান ফারুক চৌধুরী সংসদ সদস্য হন।
এদিকে মনোনয়নের খবর পেয়ে কামারগাঁ ইউনিয়ন আ”লীগের উত্তর ও দক্ষিণের সভাপতি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ এবং আলাউদ্দিন প্রামানিকের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিষ্টি খাওয়া খায়ি করেন।
 উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উৎসব লক্ষ করা গেছে।
সিনিয়র নেতারা বলেন, অনেকে মনোনয়ন চেয়েছিলেন। যেহেতু নৌকা প্রতীক দিবেন দলের প্রধান ও মনোনয়ন বোর্ড। এখানে কারো কিছুই করার থাকেনা। দেশরত্ন যাকে ভালো মনে করেছেন বৃহত্তর স্বার্থে  তাকে নৌকা প্রতীক দিয়েছেন। কারন রাজশাহী জেলায় অনেক পরিবর্তন হয়েছে।  সুতরাং সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ফারুক চৌধুরীকে চতুর্থ বারের মত এমপি করে মন্ত্রীর দাবি করায় মুল লক্ষ হওয়া উচিত বলে মনে করেন নেতারা।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *