রাজশাহী সদর আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ ঘোষণা মহানগর আওয়ামীলীগ নেতাদের

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থীকে সরিয়ে দিয়ে জোটের প্রার্থীকে দেয়া হয়েছে। এ আসনটি জোটের প্রার্থীকে দেয়া হলেও আওয়ামী লীগের স্বতন্ত্রকে সমর্থন জানিয়ে পুরো আওয়ামী লীগ নেতাকর্মীরা তার পক্ষে কাজ করার অঙ্গিকার করেছেন। রাজশাহী সদর আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করতেও মাঠে নামছেন আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা।

এরই প্রেক্ষিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজের অন্তর্গত ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করার জন্য এক জোট হয়েছে নেতাকর্মীরা। এই অবস্থায় স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার শক্তি বাড়লেও শরিক দলের নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার কণ্ঠাশা হতে যাচ্ছে।

সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল গালিব, রুয়েট ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌমিক সাহা, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি শুভ, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা।

মতবিনিময় সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অন্তর্গত থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা-কে স্বতন্ত্র সংসদ সদস্য পদে কাঁচি প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য শামসুজ্জামান আওয়াল, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *