মোহনপুরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার আসাদ-মন্টুর

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী-৩ আসনে গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের সাথে বিএনএমের প্রার্থী মতিউর রহমান মন্টুর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। শনিবার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় গণসংযোগকালে এই দুই প্রার্থীর সাক্ষাৎ হয়। এসময় দুই প্রার্থী একে ওপরের সাথে হাত মেলান এবং কুশল বিনিময় করেন।

সাক্ষাতকালে বিএনএম প্রার্থী মতিউর রহমান মন্টু আওয়ামী লীগের প্রার্থী আসাদের দলীয় লোকজনের কার্যক্রম নিয়ে সমস্যার কথা জানান। আসাদ এসব সমস্যার সমাধানও দেন।

এসময় আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা একসাথে রাজনীতি করা ও পথ চলা লোক। এক সাথেই নির্বাচনী পথ চলতে চাই। নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে চাই। নির্বাচনে মাঠে এক সাথেই প্রচার চালাতে চাই। আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা থাকবে। পরে দুই প্রার্থী একে অপরের সাথে কোলাকুলি করেন।

রাজশাহী-৩ আসনে বিএনএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্টু। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কিছুদিন আগে বিএনএমএ যোগ দেয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *