বিএনপির বিভাগীয় সমাবেশের দিন হঠাৎ বাস চলাচল বন্ধ

রাজশাহী লীড

স্বদেশ বাণী ডেস্ক: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ রোববার বিকালে অনুষ্ঠিত হবে। কিন্তু সকাল থেকে হঠাৎ করে রাজশাহী মহানগর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, সমাবেশের কারণে হামলা ও ভাঙচুর আতঙ্কে কিছু গাড়ি বন্ধ রেখেছেন মালিকরা।

এদিকে বিকালে রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যেন মহাসমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য অঘোষিতভাবে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশের সবরকম প্রস্তুতি তাদের রয়েছে। শনিবার অনুমতি পাওয়ার পর বৃষ্টি হলেও মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশ উপলক্ষে শনিবার থেকে রাজশাহী মহানগরে মাইকিংও করা হয়েছে। এ ছাড়া লিফলেট বিতরণ করাসহ ওয়ার্ডে-ওয়ার্ডে এবং থানায়-থানায় কর্মী সমাবেশ করেছে বিএনপি।

এদিকে বৃষ্টির মধ্যে সকাল থেকে হঠাৎ করে অঘোষিতভাবে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকে হঠাৎ করে এ বাস বন্ধ কেন জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামাল হোসেন রবি বা সড়ক পরিবহন গ্রুপের কোনো নেতা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *