শেয়ারবাজারে বড় দরপতন

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: ফ্লোর প্রাইস (দাম কমার নিম্নসীমা) তুলে নেওয়ায় শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৯৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিন শেষে মূল্যসূচক ৯৬ পয়েন্ট কমেছে। ডিএসইর বাজারমূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা। এছাড়া লেনদেনও কমেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সাময়িকভাবে কিছুটা সমস্যা হলেও দীর্ঘমেয়াদে ইতিবাচক হবে বাজার।

প্রসঙ্গত, ফ্লোর প্রাইস হলো শেয়ার দাম কমার নিম্নসীমা। করোনার সময় অস্থিরতা ঠেকাতে নতুন এই নিয়ম চালু করে বিএসইসি। এক্ষেত্রে কোনো কোম্পানির শেয়ারের দামের ভিত্তি হবে ‘আগের ৫ দিনের সর্বশেষ লেনদেনের (ক্লোজিং প্রাইস) গড় দর’।

কোনো কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। কিন্তু স্বাভাবিক সার্কিট ব্রেকার (একদিনে দাম ওঠানামার সীমা) অনুসারে দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। করোনা পরিস্থিতির কারণে প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও ২০২১ সালের জুলাইয়ে তুলে নেওয়া হয়।

তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দরপতন ঠেকাতে গত বছরের ২৮ জুলাই পুঁজিবাজারর দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস দেয় বিএসইসি। ৩৫টি কোম্পানি বাদে রোববার অন্য সব প্রতিষ্ঠানের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এ কারণে বাজারে দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইতে রোববার ৩৮৬টি কোম্পানির ১৬ কোটি ২৮ লাখ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৪০ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই-৩০ মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৭৬ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি: রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- বিডি থাই, ওরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিমার, সী পার্ল রিসোর্ট, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসেল সিমেন্ট, বীকন ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মা।

যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-খান ব্রাদার্স পিপি, বিডি থাই, কোহিনুর কেমিক্যাল, কে অ্যান্ড কিউ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সোনালি আঁশ এবং প্রাইম ব্যাংক।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-ড্রাগন সোয়েটার, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, জাহিন টেক্সটাইল, নর্দান জুট এবং তমিজউদ্দিন টেক্সটাইল।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *