রাজশাহী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণমাধ্যম লীড

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সারাদেশেই এখন অর্থনীতির একটি উন্নয়নের জোয়ার দৃশ্যমান হচ্ছে। সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে, তাহলে সংবাদপত্রের কেন উন্নয়ন হবে না? রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর আরো উন্নতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন রাসিক মেয়র মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় দৈনিক রাজশাহী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও প্রকাশক আহসান হাবীব অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মুনীম ফেরদৌস, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলীউল আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাবির আইবিএর অধ্যাপক ড. হাছানাত আলী, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাসিকের ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার, সাংবাদিক শ.ম সাজু, কাজী সাহেদ, বদরুল হাসান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর ইসলাম সিয়াম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি।

আলোচনা শেষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন এবং রাজশাহী সংবাদ পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে র‌্যাব-৫ এর অধিনায়ক, রাজশাহী কলেজ অধ্যক্ষ, আরইউজে, আরটিজেএ, এখন টিভি, মাছরাঙ্গা টেলিভিশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি. রাবি সাংবাদিক সমিতি, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *