রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” শুধু স্বাধীনতা যুদ্ধে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের এই ভাষণ আজও বাঙালি জাতিকে উদ্দীপ্ত করে, অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধুর এই ভাষণের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ৭ মার্চ ২০২৪ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)- প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, রাজশাহী ও স্থানীয় মুখ্য কার্যালয়, জোনাল কার্যালয়, জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু কর্ণারে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *