রাজশাহীর বাগমারায় মিথ্যা মামলা’দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী

বাগমারা প্রতিনিধি: ১০ মার্চ ২০২৪ রোজ রবিবার দুপুরে উপজেলার আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর দাখিল মাদ্রাসার মূল ফটোকের সামনে রাস্তায় মিথ্যা মামলা’দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ইন্দ্রপুর দাখিল মাদ্রাসার ছাত্র- ছাত্রী শিক্ষক ইন্দুপুর মৎস্য চাষী সমিতি ও এলাকাবাসী।

এই মানববন্ধনে শতাধিক ছাত্র-ছাত্রী শিক্ষক ও এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।ইন্দুরপুর গ্রামের স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ। আমজাদ হোসেন। ইন্দ্রপুর মাদ্রাসার সুপারেনটেন্ড মজিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায় গত বছরের ১২/১১/২০২৩ ইং উপজেলার আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে মাসুদ রানা জোরপূর্বক ভাবে সরকারি পুকুর দখল করতে না পারায়। ইন্দ্রপুর গ্রামের ছাত্র সহ ১২ জনকে আসামী করে জেলা রাজশাহীর বিজ্ঞ বাগমারা থানা আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলা নাং- ১০৭৬/২০২৩ ইং।

এ বিষয়ে বাগমারা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *