৭ জানুয়ারির নির্বাচনের মান ক্ষুণ্ন হয়েছে: এনডিআই-আইআরআই

বিশেষ সংবাদ লীড

স্বদেশ বাণী ডেস্ক: বাংলাদেশের ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মান রাষ্ট্র, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের সহিংসতার কারণে ক্ষুণ্ন হয়েছে বলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সংস্থা দু’টির যৌথ টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশনের (টিএএম) চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এনডিআই-আইআরআইয়ের যৌথ মিশন বলছে, বর্ধিত রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতা, নাগরিক স্থান সংকুচিত এবং মতপ্রকাশের স্বাধীনতার অবনতি এবং প্রাক-নির্বাচন পরিবেশও নির্বাচনের গুণমানকে হ্রাস করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনের সময়কাল, প্রচারের সময়কাল, নির্বাচনের দিনসহ অন্যান্য সময়ে, পূর্ববর্তী নির্বাচন চক্রের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী পক্ষপাতমূলক প্রতিযোগিতার অনুপস্থিতি এবং নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেয়ার কারণে এটি হয়েছে।

৭ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং পরে সম্ভাব্য নির্বাচনী সহিংস পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যৌথ এনডিআই-আইআরআই টিমকে বাংলাদেশে মোতায়েন করা হয়েছিল।

আইআরআই-এর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে মিশন বলেছে, নির্বাচনের সময়কালে, বাংলাদেশ সরকার নির্বাচনী নিরাপত্তার জন্য বাজেট বাড়ানো, দীর্ঘ সময়ের জন্য বৃহত্তর সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনসহ নিরাপত্তা বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অনেকেই অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো মাঝে মাঝে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী বিধিগুলো অসমভাবে প্রয়োগ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের সদস্যদের গ্রেফতার এবং বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডকে সীমিত বা বাধাগ্রস্ত করার জন্য সরকারের প্রচেষ্টার মাত্রা সন্তোষজনকভাবে ন্যায়সঙ্গত ছিল না। এছাড়া নির্বাচনের সময়ে রাজনৈতিকভাবে আইন প্রয়োগের ব্যাপক ধারণা তৈরি করেছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘প্রান্তিক গোষ্ঠী, বিশেষ করে নারী এবং হিন্দুরাও নির্বাচনী সহিংসতার সম্মুখীন হয়েছে।’

প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, নির্বাচনের সময় তথ্য পরিবেশে ভিন্ন প্রবণতা দেখা গেছে। প্রখ্যাত সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো ক্ষমতাসীন দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সমালোচনামূলক বক্তব্য ও প্রতিবেদন প্রকাশ করে।

নিচে এনডিআই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনটি হুবহু দেয়া হলো :
ওয়াশিংটন, ডিসি: ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সম্ভাব্য নির্বাচনী সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে প্রেরন করা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম) আজ তার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

এই প্রতিবেদনে বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে সহিংসতার ঝুঁকি প্রশমন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে আইআরআই ও এনডিআই’র তুলনামূলক অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারের নির্বাহী ও আইন বিভাগ, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনদের কাছে সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিশন সদস্যগণ অবগত হয়েছেন যে,. ২০২৪ সালের নির্বাচনের সময়কাল, প্রচারের সময়কাল, নির্বাচনের দিনসহ অন্যান্য সময়ে, পূর্ববর্তী নির্বাচন চক্রের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারনে এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেয়ায়। তা সত্ত্বেও, জানুয়ারির নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ন হয়েছে যেসব ঘটনার কারণে তা হল রাষ্ট্র, শাসক দল, এবং বিরোধীদের সহিংসতা, সেইসাথে একটি প্রাক-নির্বাচন পরিবেশ দ্বারা চিহ্নিত করা হয় শূন্য-সমষ্টির রাজনীতি, রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতা, নাগরিক স্বাধীনতার সংকোচন, এবং বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি।

এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ বলেন, ‘এই প্রতিবেদনটি বাংলাদেশের ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি মূল্যবান রোডম্যাপ হিসেবে অবদান রাখবে। অহিংস রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল, সরকার এবং নাগরিক সমাজসহ সামাজিক-রাজনৈতিক পরিমন্ডল জুড়ে নেতাদের নির্বাচনী রাজনীতির নিয়ম, অনুশীলন এবং নিয়মগুলির সংস্কার করার প্রয়োজন রয়েছে।

আইআরআই’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও বলেন, ‘নির্বাচনে সহিংসতা নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে একটি প্রধান প্রতিবন্ধক। বাংলাদেশের নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক করতে হলে সব পক্ষকে অহিংস রাজনীতিকে প্রাধান্য দিতে হবে।

বাংলাদেশে অবস্থানকালে টিএএম-এর স্বীকৃত পাঁচজন দীর্ঘমেয়াদী বিশ্লেষক নির্বাচন ও সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, রাজনৈতিক পরিমন্ডলে রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, নাগরিক সমাজের সংগঠনসহ যুবক, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ধর্মীয় সংখ্যালঘুদের পাশাপাশি স্বীকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের সাথে বৈঠক করেছেন।

এই মিশনটি একটি যৌথ প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন (পিইএএম) অনুসরণ করে যা এনডিআই এবং আইআরআই ৮ থেকে ১১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত পরিচালনা করেছিল। পিইএএম-এর পর্যবেক্ষণে কারিগরি মূল্যায়নের কাঠামো ও পরিধি সম্পর্কে অবহিত করা হয়, যা বাংলাদেশের আইন অনুযায়ী এবং ২০০৫ সালে জাতিসংঘে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার ঘোষণাপত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

আইআরআই এবং এনডিআই হ’ল নির্দলীয়, বেসরকারী সংস্থা যা বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করে। ইনস্টিটিউটগুলো গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে সম্মিলিতভাবে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে। সূত্র: নয়া দিগন্ত

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *