যশোর প্রতিনিধি : কেশবপুরে মানসিক রোগগ্রস্থ মোসলেম সরদার ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এব্যাপারে রোববার (৭ আগস্ট) সকালে থানায় জিডি করা হয়েছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, উপজেলার ফতেপুর গ্রামের মৃত ইসমাইল সরদারের পূত্র মোসলেম সরদার (৬৭) গত ১ বছর পূর্বে স্টোক জনিত কারণে মানষিক রোগগ্রস্থ হয়ে পড়ে।
জানা গেছে, গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে মোসলেম সরদার বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্নীয়-স্বজন-সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজির পরও তাঁকে না পাওয়া যাওয়ায় তার পূত্র ফেরদৌস রহমান কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ৩১০, (৭ আগস্ট)।
মোসলেম সরদারের গায়ের রং কালো, মুখমন্ডল লম্বাটে, চুল-দাড়ি পাকা সাদা, উ”চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বাড়ি থেকে বের হওয়ার সময় নেভী ব্লু পাঞ্জাবী পরিহিত ছিল। কোন স্বহৃদয় ব্যাক্তি যদি মোসলেম সরদারের সন্ধান পান তবে তার পূত্র ফেরদৌস রহমানের ০১৩১৬-৮১০১৪৩ নং মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
স্ব.বা/ম