করোনার মৃত্যুতে চীনকে ছাড়াল ইতালি

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক:

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর সংখায় চীনকে ছাড়িয়ে গেল ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পযর্ন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। যা চীনের মৃতের সংখ্যার চেয়ে ১৫৬ জন বেশি। অন্যদিকে দেশটিতে নতুন করে ৫ হাজার ৩২২ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪১ হাজার ৩৫ জন।

চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা কমতে থাকার মধ্যেই ইতালিতে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ইতালিতে দেশব্যাপি লকডাইনের মধ্যেও ভাইরাসটি ছড়িয়ে পড়ার আতঙ্ক বাড়ছে দেশটিতে। হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে এবং পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ডাক্তার-নার্সরাও আক্রান্ত হচ্ছেন ভাইরাসটিতে। লকডাইন শেষ করে আগামী ৩ এপ্রিল স্কুলগুলো খুলে দেয়ার কথা থাকলেও তারিখ আরো পিছানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *