ফাইজারের ভ্যাকসিন পরিবহন শুরু

আন্তর্জাতিক বিশেষ সংবাদ

স্বদেশ বাণী ডেস্ক : ছাড়পত্র পাওয়ার পর প্রথমবারের মতো আকাশ পথে ফাইজারের তৈরি ভ্যাকসিন পরিবহন শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি পাওয়ার পর পরিবহন শুরু করল ইউনাইটেড এয়াললাইন্স।  খবর- ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজের।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) শিকাগোর ও’হেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ট ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ফাইজার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে।  কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে জানা গিয়েছিল এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ফাইজার দ্রুত ভ্যাকসিন পরিবহনের প্রস্তুতি নিচ্ছে। তার পরপরই এই কাজে চার্টার্ড বিমান ব্যবহারের খবর এল সংবাদমাধ্যমে।

যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *