দক্ষিণ সুনামগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

জাতীয় লীড

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (দক্ষিন সুনামগঞ্জ): সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জেও জমকালো আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৭-১২ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে- জয়কলস পরিবার কল্যাণ পরদর্শিকা সুমিত্রা রানী চৌধুরীর অর্থায়নে সেবা সপ্তাহ উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারে সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিবার কল্যাণ বিভাগের সহকারী পরিচালক ডা: ননী ভূষন তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী অফিসার মোঃ শহীদ উল্লাহ, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ, জয়কলস পরিবার কল্যাণ পরিদর্শিকা সূমিত্রা রাণী চৌধুরী, সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা মৃদুলা রানী তালুকদার, পরিবার কল্যাণ পরিদর্শক জাহিদুল ইসলাম সিদ্দিকী, জয়কল ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক হাবিবুর রহমান সুফি, আয়া মীরা রানী দাস সহ উপকার ভোগী নারীরা প্রমুখ।

এদিকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৭-১২ ডিসেম্বর উপলক্ষে জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিদর্শন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *