ঈদের ব্যাবসার জন্য মোকামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী “আকবর” 

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর: নাটোরের বাগাতিপাড়ার বাসিন্দা আকবর আলী (৬০) নামে এক কাপড় ব্যবসায়ী ঈদের ব্যাবসার জন্য মোকামে যাওয়ার পথে বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানাই হাইওয়ে পুলিশ।
নিহত আকবর আলী জেলার বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং উপজেলার তমালতলা মোড় বাজারের কাপড় ব্যবসায়ী বলে জানা যায়।
নিহত আকবর আলীর ছেলে আকাশ জানান, তার বাবা একজন কাপড়ের ব্যবস্যায়ী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের মোকামে ঈদের ব্যাবসার জন্য নগদ টাকা নিয়ে নতুন কাপড় কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাবার কাছে থাকা টাকা পুলিশের মাধ্যমে ফেরত পেয়েছেন বলেও জানান শাকিল।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়ক দিয়ে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত আটোরিকশা বনপাড়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল।
অটোরিকশাটি আইড়মারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই কাপড় ব্যবসায়ী আকবর আলী মারা যান। মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং সিএনজিটি আটক করেছেন। তবে ঘটনাস্থল থেকে আর কাউকে পাওয়া যায়নি  বলেও জানান তিনি।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *