রুয়েট খুলছে আগামী শনিবার

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার: আগামী শনিবার (৬ জুন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর/অফিস সমূহ সীমিত পরিসরে এবং স্বল্প লোকবল নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে একাডেমিক কার্যক্রম যথারীতি অনলাইনে চলবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮ তম (জরুরী) সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যম এই তথ্য নিশ্চিত করা হয়।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যম জানা আরও যায় যে, সরকারের স্বাস্থ্য বিধি নীতিমালা অনুসরণপূর্বক অত্র বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বল্প সংখ্যক লোকবলের মাধ্যমে) আগামী ০৬/০৬/২০২০ খ্রিঃ তারিখ রোজ শনিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে।

অফিস/দপ্তর প্রধানগণ তার নিয়ন্ত্রণাধীন অফিস/দপ্তরের ন্যূনতম সংখ্যক প্রয়োজনীয় জনবল নির্ধারণ করবেন এবং তার অফিস/দপ্তরের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীবৃন্দের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করবেন।

একাডেমিক কার্যক্রম অনলাইনে যথারীতি চলবে।

স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি/থিসিস পরীক্ষা ইত্যাদি বিষয়াদির ব্যবস্থা স্ব স্ব বিভাগ গ্রহণ করবেন। কর্মঘন্টা শিথিলযোগ্য, দাপ্তরিক কার্যাবলী সকাল ৯ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকার মধ্যে সীমিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের নিমিত্তে গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যানবাহন সার্ভিস প্রদান করা হবে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে কোন বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না, তবে বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কতৃর্পক্ষের অনুমোদন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *