ময়মনসিংহে ছিনতাই এর কবলে নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

শিক্ষা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরের ব্রিজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বাস রবিবার (২১ এপ্রিল) ভোর ৪:১৫ তে ময়মনসিংহ ব্রিজ বাস টার্মিনালে থামে।
জানা যায়, তখন ব্রিজ থেকে রিক্সা করে ব্রিজ এবং চরপাড়ার মধ্যবর্তী ভাটি কাসর রেলক্রসিং এ ছিনতাইয়ের শিকার হয় নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পাবলিক এডমিনিস্ট্রেশন এন্ড গভর্নেন্স স্টাডিজ ডিপার্টমেন্ট এর জাহিদ হাসান মেহেদী এবং ফিলোসফি বিভাগের ফরহাদ হোসেন ফাহিম। দুজনকেই ছুরি দিয়ে আঘাত করে তাদের সাথে থাকা লাগেজ নিয়ে যায়।
উল্লেখ্য, ভুক্তভোগী দুই শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *