বাগাতিপাড়ায় ৪জন সহ জেলায় আজ ৭ জন নতুন আক্রান্ত, জেলায় মোট ৭৬ জন

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ নাটোরে নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গতকালক সন্ধ্যায় বাগাতিপাড়া লক্ষনহাটি এলাকার একজনের রেজাল্ট আসে পরে আজ দুপুরে আরো ৬ জনের করেনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান। জেলায় মোট এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এদিকে সুস্থ হয়েছেন প্রায় ৪২জন আক্রান্ত। আক্রান্তদের মধ্যে বাগাতিপাড়া উপজেলার পৌর এলাকার ১ জন, জামনগর ইউনিয়নে ১ জন এবং ফাগুয়ার ইউনিয়নে ২ জন মোট ৪ জন। তবে ২ জন নাটোর সদর হাসপাতাল থেকে নমুনা নেওয়া হয়েছে কিন্তু তাদের বাড়ি কোথায় তা জানাতে পারেনি সিভিল সার্জন অফিস। আর অপর একজন গুরুদাসপুর উপজেলায় বাড়ি।
সিভিল সার্জন অফিন সূত্র জানায়, আক্রান্তদের বাড়ি লকডাাউন করা সহ যাবতিয় ব্যাবস্থা গ্রহনের জন্য তাদের বাড়ি ও লোকেশন নির্ণয়ের কাজ চলছে। পাশাপাশি প্রশাসনের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, পাবনায় ১৭ জন, রাজশাহীতে ৮ জন এবং নাটোরে ৭ জন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *