সেই অসহায় বাবার পাশে সবাই, রাজশাহীতে বিভিন্ন সংগঠনের মানব বন্ধন

রাজশাহী

সংবাদ বিজ্ঞপ্তি: সেই অসহায় বাবার পাশে সবাই দাঁড়িয়েছে আজ। নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ মানব বন্ধনের আয়োজন করা হয়। রাজশাহীতে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ইভা ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনার মামলার আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করে বিভিন্ন মানবাধিকার এবং সামাজিক সংগঠন। দুপুরে সাহেব বাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতি ছিলেন কলামিস্ট প্রসান্ত সাহা। বক্তব্য দেন ভিকটিম ইভার বাবা সেলিম হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিল সেতারা চুনি, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, মহিলা পরিষদ জেলা সম্পাদক অঞ্জনা সরকার, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, জাতীয় পার্টি নেতা সালাউদ্দিন মিন্টু এবং অঙ্কুর মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারিনা সুলতানা।

কর্মসূচি থেকে প্রধান আসামী এখলাস আলী ও তার বাবা আবুল কাশেমকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। পরে আসামীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়। ইভা খাতুনকে এখলাস আলী ধর্ষণ করেছেন। অপমানে গত ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার পুঠিয়ার রামজীবনপুর গ্রামে সে আত্মহত্যা করে। দুই মাসেও কোনো আসামী গ্রেফতার না হওয়াতে গতকাল বুধবার ইভার বাবা সেলিম হোসেন পুঠিয়াতে একাই একটি ব্যনার নিয়ে আসামীদের গ্রেফতারের দাবি জানায়। এ ঘটনায় ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার রাতে সেলিম বাদী হয়ে মেয়ে জামাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি এখলাস আলী ও তার বাবা আবুল কাশেম এখনো পলাতক রয়েছেন। এখলাসের মা জরিনা বেগমকে (৪৮) আটক করা হয়।

ঘটনার প্রায় তিন মাস আগে উপজেলার জিউপাড়া ইউনিয়নের হলহোলিয়া গ্রামের এখলাস আলীর সঙ্গে সেলিমের বড় মেয়ের বিয়ে হয়। বড় মেয়ের শ্বশুর-শাশুড়ি বেড়াতে গেলে বাড়িতে বড় মেয়ে একা হয়ে যায়। দুই বোন একসঙ্গে থাকলে ভালো হয় জানিয়ে জামাই এখলাস আলী এসে ছোট মেয়েকেও নিয়ে যান। ছোট মেয়ে তার বোনের বাড়িতে প্রায় এক সপ্তাহ থাকে। এরপর সে বাড়ি আসে। তখন থেকে সে কারো সঙ্গে কথা বলত না। সারা দিন ঘরে থাকত। একপর্যায়ে সে তার মাকে ঘটনা খুলে বলে। মেয়ে জানায়, এখলাস তাকে ফলের জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষন করতেন। ৯ এপ্রিল ২০২০ ঘরের চালের বাঁশের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে ইভা খাতুন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *