বড়াল নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করা ৩০টি খলশুন পুড়িয়ে দিলো প্রশাসন

রাজশাহী

নাটোর প্রতনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ ধরায় ৩০ টি খলশুন উচ্ছেদ করে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুর হোসেনকে সাথে করে উপজেলার লক্ষনহাটী রেল ব্রীজ এলাকায় বড়াল নদীতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বড়াল নদীতে রেল ব্রীজের নিচে বাঁশ ও মাছ ধরা খলশুন দিয়ে নদীর স্বাভাবিক স্রোতকে বাধাগ্রস্থ করে মাছ শিকার করছিলেন স্থানীয়রা।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে প্রথমে তাদের বাঁধ দেয়া বাঁশ ও খলশুন তুলে নিতে বলে। প্রশাসনের ওই নিষেধ অমান্য করায় সোমবার বাঁশের বাঁধ অপসারন করে ৩০ টি খলশুন পুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *