বাগাতিপাড়ায় প্রাণীসম্পদ দপ্তরে ট্যাব বিতরণ

রাজশাহী

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় প্রাণীসম্পদ দপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতার পাঁচজন (LSP) এলএসপিদের মাঝে কম্পিউটার ট্যাবসহ বেশকিছু উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ২৮ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার প্রাণীসম্পদ দপ্তরের কার্যালয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এবিএম আলমগীর উপকরণগুলি বিতরণ করেন।

অফিস সূত্রে জানা যায়, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প- Livestock and Dairy Development Project (LDDP) প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে কাজ সম্পাদ কারার জন্য পাঁচজন (Lviestock Service Provider) এলএসপিদের মাঝে একটি করে কম্পিউটার ট্যাব, কিট বক্স/ব্যাগ, থার্মোফ্লাস্ক, ডায়েরি, জেল বলপেন, ২০০ মিঃলিঃ এর এন্টি সেপটিক, ছাতা, রেইন কোট, গামবুট, টর্চ লাইট, ৩২জিবি পেন ড্রাইভ, ওয়াটার পট এবং একটি করে হ্যান্ড টাওয়েল বিতরণ করা হয়।

এছাড়া একজন এলইও এবং দুইজন এলএফএ’র মাঝেও কিছু উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপকরণ বিতরণের সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আলমগীরের সাথে আরো উপস্থিত ছিলেন, এলইও ডাক্তার মোঃ আল আমিন, উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *