১৪ নং ওয়ার্ডে সিডিসি‘র একাউন্টস ও অডিট বিষয়ক প্রশিক্ষণের উদ্ভোধন করেন কাউন্সিলর আনার

রাজশাহী

স্টাফ রিপোর্টারঃ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় UKAID, UNDP & BD GOVT এর অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির লক্ষ্যে ০২ দিন ব্যাপী সিডিসি‘র সিও, ক্লাষ্টার এবং বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে নিয়ে সিডিসি‘র একাউন্টস ও অডিট বিষয়ক প্রশিক্ষণের উদ্ভোধন করেন প্রকল্পের সভাপতি ও ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার ।

আজ ১৭ জানুয়ারি ২০২১ সকাল ১০টায় ওয়ার্ড কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত সিডিসি‘র কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্য সভাপতি সাহেব বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন করা, বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে বন্ঠনসহ নগর দারিদ্র হ্রাস কি ভাবে কমানো যাবে সে সম্পর্কে অর্থের হিসাব ও নিরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের সিও তাহেরা খাতুন, ওয়ার্ড সচিব মোঃ শাহজাহান আলী এবং সিডিসি‘র ক্লাষ্টারসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *