না ফেরার দেশে চলে গেলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুর উদ্দীন সরকার

রাজশাহী

বাঘা প্রতিনিধি: বাঘায় শাহদৌলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নূর উদ্দীন সরকার (৬৭) শনিবার (২৭-০২-২০২১) রাত ১১টা ২০ মিনিটে উপজেলার মিলিক বাঘা মহল্লার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন।

তিনি মরহুম হারুনুর রশিদ সরকারের ৬ ছেলে ও ২ মেয়ের মধ্যে ৭ নম্বর সন্তান ছিলেন। তিনি ১৯৫৭ সালের ৩০ অক্টোবর সমভ্রান্ত মুসলিম পরিরবারে জন্মগ্রহন করেন।

১৯৮১ সালের ২০ আগষ্ট শাহদৌলা কলেজে যোগদান করেন। পরবর্তী সময়ে পদোন্নাতি নিয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ২০১৭ সালের ৩০ অক্টোবর অবসরে চলে যান। শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে তার পদারচনা ছিল উন্নয়নমূখি। দীর্ঘদিন তিনি ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রোববার (২৮-০২-২০২১) সকাল ১১ টায় তার কর্ম জীবনের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জানাযা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাঘা-চারঘাট (রাজশাহী-৬) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম,উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক, বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র আক্কাছ আলী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ রাজনৈতিক,সামাজিক,কলেজের শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহন করেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *