বাঘায় পদ্মার বড়ালে ভাসলো শতাধিক মরা মুরগী

রাজশাহী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আড়ানী পৌর বাজার সংলগ্ন বড়াল নদে ফেলে দেওয়া হয়েছে শতাধিক মরা মুরগী। মঙ্গলবার (১৮-৫-২০২১) আড়ানী পৌর বাজার সংলগ্ন বেইলি ব্রিজের নীচে সেই মুরগীগুলো ভেসে উঠে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিক। ধারনা করা হয়েছে, ফার্ম মালিক অথবা হোটেল মালিক রা রাতের আঁধারে মুরগীগুলো ফেলে দিয়েছে।

বড়াল সংলগ্ন ঔষধ ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পারেন। এর আগে জানতে পারেননি। তার ফার্মেসীর দূরত্ব প্রায় ৪০ মিটার। সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছেন তিনি। আড়ানী বাজারের মুরগী ব্যবসায়ী তিতাস আহম্মেদ বলেন, আমাদের ব্যবসায়ীদের কাছে এত মুরগী থাকে না। এভাবে এতো মুরগী মারাও যায় না। দুই-একটি মুরগি মারা যায়। সেগুলো মাটি খুঁড়ে পুঁতে রাখি। পৌর বাজারের কীটনাশক ব্যবসায়ী সুজন আলী বলেন, বর্তমানে বড়াল নদে যতটুকু পানি আছে, সেখানে তেমন কোনো মাছ নেই। বড় বড় মাছ থাকলে হয়তো এগুলো খেয়ে নিত। তারা জানান, মরা মুরগীগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আরেকদিকে পরিবেশ নষ্ট হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তারা।

আড়ানি পৌর মেয়র মুক্তার আলী বলেন, বড়াল নদের শাসনে আয়ত্বে আনতে পারিনি। বড়াল নদে বাঁশের ঘর বানিয়ে অনেকেই মুরগী রাখেন। এগুলো হোটেল অথবা বাজারে বিক্রি করে। আশে পাশে ফার্ম রয়েছে। তাদের যে কেউ ফেলে দিতে পারে। এমনও হতে পারে লোকচক্ষুর আড়ালে মুরগীগুলো জবাই করতে না পেরে ফেলে দিয়েছে। তবে যারা এমন কাজ করে পরিবেশ নষ্ট করেছে,তাদের সনাক্ত করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিচারের আওতায় নেয়ার দাবি করছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, এতে পানির বিশুদ্ধতা কমে যায়। পরিবেশ নষ্ট হয়। জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে। তবে অফিসিয়ালভাবে এর ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব।

#

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *