বাঘায় অবৈধ পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে আফজারুল রহমান রাজিব হোসেন নামের একজনের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, উপজেলার তুলশীপুর এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড এর রায় প্রদান করেণ। দন্ডপ্রাপ্ত আফজারুল রহমান রাজিব উপজেলার মনিগ্রামের ফরমান আলীর ছেলে।

 

সূত্রে জানা গেছে, বর্তমানে ফসলী জমি নষ্ঠ করে পুকুর খনন করা সম্পৃর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার। কিন্তু সরবারের নিষেধ অমান্য বওে আফজারুল রহমান রাজিবের মতো অনেকেই ভেকু দ্বারা পুকুর খনন অব্যাহত রেখেছে। তাদেরই একজন তুলশীপুর গ্রামের ফরমান আলীর পুত্র রাজিব হোসেন (৪০)। বিষয়টি জানার পর তুলশীপুর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন জানান, পুকুর মালিক রাজিব হোসেনকে ডাকা হলে তিনি অনুমতি না নিয়ে পুকুর কাটার বিষয়টি অকপটে স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *