তানোর উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও প্রতিবাদ সভা

রাজশাহী

তানোর প্রতিনিধি : দেশব্যাপি সিরিজ বোমা হামলার ১৬ বছর পূর্তিতে প্রতিবাদ সভা করেছে তানোর উপজেলা আওয়ামী লীগ। ২০০৫ সালের ১৭ আগষ্ট একযোগে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। মঙ্গলবার (১৭ আগষ্ট)বিকেল ৫টার দিকে তালন্দ বাজারে তানোর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবর উপস্থিত বক্তব্য রাখেন ছিলেন তানোর তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক ,তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল,তানোর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হক খান রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজেন কর্মকার,তানোর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য জবির মন্ডল,তালন্দ ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম,সরনজাই ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাদাৎ,তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো,সাধারন সম্পাদক ওহাব সরদার সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা,আরিফুজ্জামান বাচ্চু ও তানোর পৌর ছাত্রলীগোর আহবায়ক সদস্য রাকিব আল হাসান প্রমুখ।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে ৬৩ জেলায় একযোগে এ হামলা চালায় বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট পজঙ্গিরা। সেই সময় বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তারা দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল। মানুষ বিএনপি জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *