রাসিকের ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান অব্যাহত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠাঅবৈধ স্থাপনা উচ্ছেদসহ নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

তিনি জানান, নগর ভবন হতে শহীদ কামারুজ্জামান চত্বর হয়ে পানি উন্নয়ন বোর্ডের মোড় হয়ে উপশহর হয়ে সপুরা, বিসিক মোড় হয়ে শালবাগান হয়ে নগর ভবন বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে ফেলা রাখা নির্মাণ সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র অপসারণ করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানের ট্রেড লাইসেন্স পরিদর্শন করা হয়। অভিযানে ২৩টি মামলা দায়ের করে ৫৬ হাজার ৫০০ টাকা অর্থদÐ আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *