অফিস খুঁজছে টিকটক

তথ্যপ্রযুক্তি

তথ্য-প্রযুক্তি ডেস্ক: চীনের বাইরে অন্য কোনো দেশে নিজেদের নতুন সদর দফতর তৈরির জন্য অফিস খুঁজছে টিকটক।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি অফিস থেকে টিকটকের কাজকর্ম পরিচালিত হচ্ছে। টিকটকের মাধ্যমে কোনোভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নজরদারি চলছে কি-না, সেই প্রশ্ন ইতোমধ্যেই উঠছে যুক্তরাষ্ট্রে।

এমনকী এই অ্যাপ সে দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক কি-না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে মার্কিন সিনেটে। মার্কিন নৌবাহিনীর ফোনে টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এই পরিস্থিতিতে নিজেদের থেকে ‘চীনা প্রতিষ্ঠানের’ তকমা মুছে ফেলতে উদ্যোগী টিকটক। এজন্যই চীনের বাইরে অন্য কোনো দেশে নিজেদের নতুন সদর দফতরের খোঁজে তারা।

জানা গিয়েছে, টিকটকের নতুন সদর দফতর তৈরির ক্ষেত্রে পছন্দের তালিকায় সবার ওপরে আছে সিঙ্গাপুর, লন্ডন এবং ডাবলিনের মতো শহরের নাম। সূত্র: জাগো নিউজ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *